
চাকরির আবেদন পত্র - Chakrir abedon potro bangla
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
আবেদনপত্র কাকে বলে ?আবেদন পত্র : কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে কোনো বিষয়ে আবেদন জানিয়ে যে পত্র লিখা হয়, তাকে আবেদন পত্র বা দরখাস্ত বলে ।
আমাদের ছাত্র জীবন সহ সকল ক্ষেত্রেই আবেদন পত্র লেখার নিয়ম আমাদের কাজে লাগে। ছোট বেলা থেকেই যদি আমরা আবেদন পত্র লেখার নিয়ম শিখি তাহলে চাকরির আবেদন পত্র , কোম্পানির চাকরির আবেদন পত্র , স্কুলে চাকরির জন্য আবেদন পত্র এবং বিভিন্ন চাকরির আবেদন পত্র লিখার সময় কোনো সমস্যার স্মুখীন হতে হবে না। আবেদন পত্র লেখার নিয়ম যদি আমরা লিখতে ভুল করি তাহলে আমাদের আবেদন পত্র খারিজ করে দেওয়া হবে। কখনই নিজের ইচ্ছা মতো আবেদন পত্র লেখার নিয়ম ভঙ্গ করলে চলবে না। শুদ্ধ ভাবে আবেদন পত্র লেখার নিয়ম এর আইন মেনে চলতে হবে আমাদের।আবেদন পত্র লেখার নিয়ম
আবেদনপত্রেও নিজস্ব নিদ্ধিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। যা ছাড়া আবেদনপত্রের মান থাকে না। এ ধরনের পত্রে কোনো ব্যক্তিগত যা ইচ্ছা তা লিখা যাই না এখানে চিঠির মতো কোনো আবেগ প্রকাশ করা যাই না। যথারীতি নিয়ম আনুষ্ঠানিকতা অনুসারে ভদ্রতা শিষ্টতা প্রদর্শন করিয়ে অল্প কথায় এবং সুস্পষ্টভাবে বক্তব্য উপস্থাপিত করে সৌজন্যতার সাথে শেষ করতে হয়।আবেদন পত্র লেখার নিয়ম এর গঠন :
- আবেদনপত্রের শুরুতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পদমর্যাদা ও তাঁর ঠিকানা লিখতে হয়।
- তারপর আবেদনের বিষয়টি এক কথাই সংক্ষেপে উল্লেখ করতে হয়।
- তারপর জনাব বলে সম্ভাষণ জানাতে হয়।
- পরে আবেদন পত্র লেখার নিয়ম অনুসারে সবিনয়ে নিজের পরিচয় দেয়ার পর প্রার্থিত বিষয়ের স্বল্প পরিমানে বর্ণনা করতে হয় এবং নিজের বক্তব্যের সাথে সমর্থনে যথােপযুক্ত যুক্তি উল্লেখ করতে হয়।
- শেষে আকাঙ্খা মঞ্জুর করার আবেদন করতে হয়।
- এরপর ডান দিকে শিষ্টাচারের (যেমন আপনার অনুগত) সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা এবং বাম দিকে স্থান ও তারিখ লিখতে হয়।
- এরপর সর্বশেষে খামের উপরে বাম পাশে প্রেরকের নাম, পদবি, ঠিকানা উল্লেখ করতে হয় এবং ডান পাশে প্রাপকের নাম, পদবি, ঠিকানা উল্লেখ করতে হয়। এ ভাবেই আবেদন পত্র লেখার নিয়ম শেষ হয়।
চাকরির আবেদন পত্র
নিচে চাকরির জন্য আবেদন পত্র ও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম উল্লেখ করা হলো :চাকরির আবেদন পত্র লেখার নিয়ম / চাকরির দরখাস্ত লেখার নিয়ম
ওপরে যে আবেদনের নিয়ম বলা রয়েছে তা সকল আবেদনের ক্ষেত্রেও কার্যকর হবে। অন্যানো আবেদনের মতোই চাকরির আবেদন পত্র। নিম্নে চাকরির আবেদন পত্র / চাকরির দরখাস্ত লেখার নিয়ম এর কিছু নমুনা দেওয়া হলো:চাকরির জন্য আবেদন পত্র
এখানে আবেদন পত্র লেখার নিয়ম বুঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু চাকরির আবেদন পত্র উল্লেখ করা হলো -- প্রভাষক পদে চাকরির আবেদন পত্র
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র
- স্কুলের চাকরির আবেদন পত্র
- করণিক পদের জন্য চাকরির আবেদন পত্র
- সমাজকল্যাণ দফতরে চাকরির আবেদন পত্র
- অফিস সহকারী পদের জন্য চাকরির আবেদন পত্র
- গার্মেন্টস চাকরির আবেদন পত্র
- কোম্পানির চাকরির আবেদন পত্র
- এনজিও চাকরির আবেদন পত্র
- সরকারি চাকরির আবেদন পত্র এবং
- ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র
প্রভাষক পদে চাকরির আবেদন পত্র
- কলেজে প্রভাষক পদে চাকরির আবেদন পত্র লিখো। অথবা কোন কলেজে শিক্ষক শুন্য পদে নিযুক্তি লাভের জন্য চাকরির দরখাস্ত লেখ। কলেজে প্রভাষক পদে আবেদন পত্র লেখার নিয়ম ।